চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম কধুরখীল এলাকার পরান বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ অলক চাকমা জানান, আগুন লাগার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
ঘটনার পরপরই বোয়ালখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে শুকনো খাবার (চাল, ডাল, তেল, লবণ, মসলা), নগদ টাকা ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের বিত্তশালীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও মো. রহমত উল্লাহ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে