AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবেগময় পরিবেশে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৬:০৬ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

আবেগময় পরিবেশে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামকে আবেগময় পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে ঘরোয়া পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা ও কর্মচারীরা প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী শিক্ষকও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।

এরপর ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কাশেম খানের নিজস্ব উদ্যোগে বিদ্যালয় থেকে অবসর নেওয়া আরও ছয়জন শিক্ষককে ক্রেস্ট ও মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন: বাবু মনোরঞ্জন সেন, মো. আবুল হোসেন খান, মো. দেলোয়ার হোসেন খান, বাবু মুকুল চন্দ্র পাল, মো. ইসমাইল হোসেন এবং বাবু বিধু ভুষন মণ্ডল।

প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম ১৯৯২ সালের ২১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর ২০১৩ সালের ১ অক্টোবর পয়শা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বিদ্যালয়ে দীর্ঘদিন সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অবসরে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!