বোয়ালখালীতে দাবিকৃত চাঁদা না দেয়ায় থানায় অভিযোগ করায় হিজড়াদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১২ জন হিজড়া আহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর সদরের গোমদণ্ডী ফুলতল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহত হিজড়াদের মধ্যে রয়েছেন: সিমি (২৮), অপর্না (১৭), তিশা (২৭), নদী (২৯), লতা (৩০), নাদিয়া (৩৮), মেঘলা (২৯), দুষ্টু (৩০), শিখা (৩০) ও বদ্দুনি (৪২); বাকিদের নাম জানা যায়নি।
দক্ষিণ জেলা হিজড়া সংগঠনের সাধারণ সম্পাদক সুফিয়া হিজড়া বলেন, “পৌর সদরের মীরপাড়ার বাসিন্দা ফারুক ওরফে অনিক (৩০) আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে মাসোহারা দাবি করতেন। এজন্য প্রায় সময় ভয় দেখাতেন। গত ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে তৃষ্ণা হিজড়াকে ফারুক জানান বাজার থেকে সংগ্রহ করা টাকা থেকে ভাগ দিতে হবে, নয়তো তিনি দেখে নেবেন।”
তিনি আরও জানান, এ বিষয়ে বুধবার সন্ধ্যার পর হিজড়ারা বোয়ালখালী থানায় অভিযোগ দিলে বাসায় ফেরার পথে গাড়ির গতিরোধ করে ফারুকের নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। এসময় ২৪ জন হিজড়া সেখানে উপস্থিত ছিলেন। হামলায় বেশ কয়েকজন আহত হন, দুইজন প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান এবং বর্তমানে নিখোঁজ রয়েছেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “থানায় অভিযোগ করার পর হিজড়ারা বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

