বিষপান করার ১৪ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কোটচাঁদপুরের স্কুলছাত্র মাসুদ রানা (১৩)। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এড়ান্দাহ গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিদ্যালয়ে যাওয়া নিয়ে পিতা-মাতার সঙ্গে বাকবিতণ্ডার পর ক্ষোভে ঘরে ফিরে পেট্রোল কেনার জন্য পাওয়া টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে ঘাস পোড়া বিষ কিনে তা সেবন করে মাসুদ। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তার মৃত্যু হয়।
মাসুদের মৃত্যুতে পরিবার ও স্বজনরা ভেঙে পড়েছেন। ছেলের মৃত্যুতে পিতা আলমগীর হোসেন ও মা শোকে পাগলপ্রায় হয়ে পড়েন। সহপাঠী ও স্বজনরা বাড়িতে ভিড় করলে কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, বিষয়টি সম্পর্কে রাজশাহী মেডিকেল থেকে থানায় যোগাযোগ করা হয়েছিল। তবে এ ঘটনায় কোটচাঁদপুর থানায় কোনো মামলা হয়নি।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে