AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে বিএনপি‍‍`র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


Ekushey Sangbad
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ
০৮:০৮ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিয়ামতপুরে বিএনপি‍‍`র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রামনগর লিচুপল্লী এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন। সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাপাহার উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুর নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দা টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, সদস্য জুয়েল হক, সাপাহার উপজেলা বিএনপির সদস্য মুকলেসুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনুর রহমান, সাবেক সদস্য হাসানুজ্জামান বাবু, নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি মাহমুদুস সালেহীন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। এ কারণে বিএনপি দেশের মানুষের ভালবাসার প্রতীক ও ধানের শীষ প্রতীক হিসেবে পরিচিত।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ধানের শীষে ভোট দিন। আমি টাকার জন্য রাজনীতি করি না, জাতীয়তাবাদী দলকে ভালোবাসার জন্য রাজনীতি করি।”

সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!