নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে মমতা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
মমতা গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। মমতা পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদিন আগে স্কুলে জুতা রেখে আসে মমতা। পরের দিন জুতা নিতে স্কুলে গেলে পাশের ফুফুর বাড়িতে খাওয়া-দাওয়া করে। এরপর বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে বের করার চেষ্টা করেও কোনো খোঁজ পাননি।
শনিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্য ও থানাকে খবর দেন। পুলিশ এসে পুকুর থেকে মমতার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে