লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা, সানোয়ার হোসেন (২৯) নামে ওয়ার্ড জামায়াতের সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯)ও আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়ীর চাচা কামাল হোসেনের সঙ্গে সানোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সানোয়ার হোসেন বাড়ীর পুকুরের ঘাটলায় যাওয়ার কিছুক্ষণ পর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান তার স্ত্রী। তিনি দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এসময় চাচা কামাল হোসেন তার ছেলে রাকিব ও রাহাতকে সঙ্গে নিয়ে সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে আহত করেন।
আহত হাসিনা বেগম জানান, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তান আমাদের উপর হামলা ও মারধর করত। আজ তারা শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে সানোয়ারের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে