ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা (উত্তর) কমিটির শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক মো. তুষার আহমেদ শান্ত (৩০) কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তুষার আহমেদ শান্ত কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিএসএস (স্নাতক) শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি চালানো হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে তিনি মারা যান।
ঘটনার পর নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলারই আসামি তুষারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গেল এক বছরে এই মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই জামিনে আছেন, তবে এজাহারভুক্ত বেশিরভাগ আসামি এখনও আত্মগোপনে রয়েছেন।
ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা তুষার আহমেদ শান্তকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/ঢা.প্র/এ.জে