শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া রাবার বাগান এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেডসহ একটি অটোভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির চৌকস ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোভ্যানচালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫৪ হাজার ভারতীয় জিলেট ব্লেড ভর্তি একটি অটোভ্যান জব্দ করা হয়।
নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক জানান, জব্দকৃত জিলেট ব্লেডের সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা এবং অটোভ্যানটির মূল্য প্রায় ২ লাখ টাকা।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং একাধিক টহল দল দিন-রাত সীমান্ত অঞ্চলে দায়িত্ব পালন করছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

