AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেয়াল ঠেকাতে জিআই তাঁরে বিদ্যুৎ, চাচা-গরুর মৃত্যু


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
১১:৩২ এএম, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শেয়াল ঠেকাতে জিআই তাঁরে বিদ্যুৎ, চাচা-গরুর মৃত্যু

ড্রাগনের জমিতে শেয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন চাষি আজিজুল ইসলাম। সেই তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন তাঁর আপন চাচা শাহাদাত হোসেন (ডেঙ্গু) (৫০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চাষি ইকতার হোসেন (৪৫) এবং মারা গেছে তাঁর একটি গরু। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুরের কুঠির দুর্গাপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী নজরুল ইসলাম জানান, ড্রাগনের জমিতে শেয়াল ঠেকাতে আজিজুল ইসলাম জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেন। সকালে পাশের জমিতে গরু দিয়ে চাষ করতে যান জমির মালিক শাহাদাত হোসেন ও চাষি ইকতার হোসেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহাদাত হোসেন। আহত হন ইকতার হোসেন এবং মারা যায় তাঁর একটি গরু।

প্রত্যক্ষদর্শী তালসার গ্রামের শাকিল আহম্মেদ বলেন, “ঘটনাস্থলের পাশেই আমার বাড়ি। সকালে হঠাৎ হৈচৈ শুনে ছুটে যাই। গিয়ে দেখি শাহাদাত হোসেন মাটিতে পড়ে আছেন, পাশে বিদ্যুৎ তার ছিঁড়ার চেষ্টা করছেন ইকতার হোসেন। কিছু দূরে পড়ে ছিল একটি মৃত গরু। পরে স্থানীয়দের সহযোগিতায় ইকতারকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।”

আরেক প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, “আমি পাশের বাদামের জমিতে কাজ করছিলাম। কোলাহল শুনে গিয়ে দেখি একজন মারা গেছেন, পাশে পড়ে আছে মৃত গরু আর আহত অবস্থায় কাতরাচ্ছেন ইকতার হোসেন।”

নিহত শাহাদাত হোসেন ডেঙ্গু কোটচাঁদপুরের তালসার উত্তর পাড়ার আমির হোসেনের ছেলে। তিনি ড্রাগন চাষি আজিজুল ইসলামের আপন চাচা। আহত ইকতার হোসেন তালসার পশ্চিম পাড়ার খেজের আলীর ছেলে। তিনি বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর আজিজুল ইসলাম পালিয়ে যান। তিনি ওই গ্রামের মনু প্রধানীয়ার ছেলে।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, সকালে শাহাদাত হোসেন জমিতে চাষ করার সময় পাশের ড্রাগন ক্ষেতে দেয়া বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন একজন ও মারা গেছে একটি গরু। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কেউ অভিযোগ না করলে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!