মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির লৌহজং ইউনিটের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফেরদৌস হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন যুব রেড ক্রিসেন্ট লৌহজং ইউনিটের দলনেতা নাজনীন আক্তার।
ক্যাম্পে বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ ও ওজন পরিমাপ করা হয়। পাশাপাশি শিক্ষকদের ডায়াবেটিস, রক্তচাপ, রক্তের গ্রুপ এবং ওজন পরীক্ষার ব্যবস্থা করা হয়।
লৌহজং উপজেলার মালিরঅংক বাজারস্থ ইসলামী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এ মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের দুর্যোগ বিভাগের প্রধান মুস্তাকিম আহমেদ, উপ-প্রধান মারজান হোসাইন সিয়াম, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিমেল খান সাইমনসহ স্বেচ্ছাসেবী নয়ন, আল-হাসান, মুন, ইলমা, রিফাত, পারভেজ, দিসাদ প্রমুখ। এছাড়াও ক্যাম্পে সেবা প্রদান করেন ইসলামী জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট শেখ রিদয়, ইমন খান ও রেড ক্রিসেন্ট লৌহজং ইউনিটের মেডিকেল টিম।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

