গাজীপুর সিটির চান্দনা চৌরাস্তার একটি ব্যস্ত বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানান, শাপলা ম্যানশনের পাশে অবস্থিত বাজারটির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
আগুন লাগার সঠিক কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
একুশে সংবাদ/জা.নি/এ.জে