নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় ভাগে বিভক্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বৈদ্যারবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া মাহফিলের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
উপজেলা বিএনপি সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা থেকে বিজয় র্যালি বের করেন।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত বিজয় র্যালি পরিচালনা করেন।
উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া তালতলা থেকে বস্তল পর্যন্ত এক র্যালি করেন। এছাড়া যুব উন্নয়ন বিভাগের সাবেক মহাপরিচালক ও নারায়ণগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা এস এম ওয়ালির রহমান আপেলও তালতলা থেকে একটি র্যালি বের করেন।
তাছাড়া সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বস্তল এশিয়ান হাইওয়ে রাস্তা দিয়ে একটি বিজয় মিছিল পরিচালনা করেন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে