AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এগিয়ে এলো পবিপ্রবির একাডেমিক কাউন্সিল


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৮:২৩ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এগিয়ে এলো পবিপ্রবির একাডেমিক কাউন্সিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জি. এম. আতিকুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আখতারুজ্জামান খান এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে এএনএসভিএম অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) এবং এনিম্যাল হাজবেন্ডারি (BSc. AH Hons.) শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কম্বাইন্ড ডিগ্রি—বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, “১৯৬২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই কম্বাইন্ড ডিগ্রি ভেঙে DVM ও BSc. AH (Hons.) নামে দুইটি পৃথক ডিগ্রি চালু করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ৬৩ বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে পবিপ্রবি প্রশাসন পুনরায় কম্বাইন্ড ডিগ্রি চালু করলো। এর ফলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং খামারিরাও উপকৃত হবেন।”

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!