সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে মধ্যনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আনিসুল হক।
তিনি বলেন, “৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাতে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠন নিরলসভাবে কাজ করছে। কিন্তু কিছু কুচক্রী মহল নির্বাচন চায় না; তারা পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মাধ্যমে ভোটের অধিকার অনিশ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ।”
এছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সইফুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে