AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম, ইউএনও’র নেতৃত্বে বহুমুখী উদ্যোগ



মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম, ইউএনও’র নেতৃত্বে বহুমুখী উদ্যোগ

নওগাঁর মান্দা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মাদ্রাসা ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “বাল্যবিবাহ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। একে প্রতিরোধে প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি ও অভিভাবকদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমেই বাল্যবিবাহ রোধ সম্ভব।”

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল। তিনি বলেন, “নারী ও শিশুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ গঠনে বাল্যবিবাহ রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবার থেকেই সচেতনতা শুরু হওয়া উচিত।”

প্রশিক্ষণে বাল্যবিবাহের কুফল, বিবাহ নিবন্ধন সংক্রান্ত আইন, ম্যারেজ রেজিস্ট্রারদের করণীয়, ইমামদের ভূমিকা ও সমাজের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন ও সমস্যা সমাধানে মতামত দেন।

একই দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও কয়েকটি জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়। গুচ্ছগ্রামে দরিদ্র জনগণের আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে দিনব্যাপী মৎস্যচাষ প্রশিক্ষণ, বাংলাদেশ স্কাউটস মান্দা শাখার অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন কর্মশালা এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর পরিদর্শন করে প্রান্তিক নারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয় ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের এই ধারাবাহিক উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেছেন। তাদের মতে, এসব কর্মসূচি জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!