AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী নিপীড়নের প্রতিবাদে আজিজ আহম্মেদ কলেজে ছাত্রদলের মানববন্ধন


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৪:৩৩ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৫

নারী নিপীড়নের প্রতিবাদে আজিজ আহম্মেদ কলেজে ছাত্রদলের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে শিবির নেতার প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং দেশজুড়ে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে পটুয়াখালী দুমকি উপজেলার আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ গেটের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মমিন মৃধা, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেনসহ অন্যান্য নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। ছাত্রলীগ ও শিবির উভয় সংগঠনই ক্যাম্পাসে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। বক্তারা নারী নিপীড়নকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় তারা স্লোগান দেন— “নারী নিপীড়ন বন্ধ করো, ছাত্রসমাজ জেগেছে”, “সাইবার বুলিং রুখে দাও, নারীদের নিরাপত্তা নিশ্চিত করো”, “শিবিরের সন্ত্রাস রুখে দেবে ছাত্রদল।”

বক্তারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত ও সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!