নওগাঁর নিয়ামতপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও ইএসডিও’র আয়োজনে, সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নওগাঁ জেলার উপ-পরিচালক টি এম এ মমিন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল। এছাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং ইএসডিও’র কর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি টি এম এ মমিন তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু প্রয়োজনীয়ই নয়, বরং আইনগত বাধ্যবাধকতা। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে তাদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে