জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার সকালে ভ্রাম্যমান আদালত দুইজনকে জরিমানা করেছে। অভিযোগ ছিল, ন্যায্য মূল্যে পণ্য দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
পৌরসভার মাইজবাড়ি ব্রিজপার এলাকায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে ৩০ টাকার বিনিময়ে একটি করে কার্ড বিতরণ করছিলেন। পরে ওই কার্ড দেখালে ন্যায্য মূল্যে পণ্য পাওয়া যাবে বলে মানুষকে বোঝানো হতো। বিষয়টি স্থানীয় সচেতন মানুষদের নজরে আসলে তাঁরা অভিযুক্তকে আটক করেন।
খবর পেয়ে সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল অভিযান চালিয়ে আব্দুল আজিজ ও কবির হোসেনকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ী হলে প্রত্যেককে ১৫ দিনের জেলও দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে