কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন জোনাকি বেগম (২৮) নামের এক গৃহিণী। এর মধ্যে দুই ছেলে ও এক কন্যা। এই বিরল ঘটনায় পরিবার ও এলাকায় আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব শহরের ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন। জোনাকি বেগম সৌদি প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী। তাদের এটাই প্রথম সন্তান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ আগস্ট) প্রসব ব্যথা নিয়ে জোনাকি বেগম ভর্তি হন। শারীরিক জটিলতার কারণে তাকে চার দিন পর্যবেক্ষণে রাখা হয়। এরপর চিকিৎসকদের সিদ্ধান্তে সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে তিনটি শিশুর জন্ম হয়।
নবজাতকদের দাদা সবুজ ভূঁইয়া বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের ঘরে একসঙ্গে তিনটি সন্তান এসেছে। এতে পুরো পরিবার আনন্দে ভরপুর। নাতিদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”
আবেগাপ্লুত হয়ে রোগীর ফুফু রাবিয়া খাতুন জানান, “আমরা কল্পনাও করিনি একসঙ্গে তিনটি সন্তান জন্ম নেবে। ডাক্তার-নার্সরা যখন একে একে শিশুদের কোলে দিলেন, তখন আনন্দে চোখে পানি চলে আসে। এটি আমাদের জন্য অবিস্মরণীয় দিন।”
চিকিৎসক ডা. ফরহাদ আহমেদ বলেন, “রোগীকে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হই তিনটি সন্তান রয়েছে। অস্ত্রোপচারটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। তবে সফলভাবে মা ও সন্তানদের সুস্থ অবস্থায় বের করতে পেরে আমরা স্বস্তি পেয়েছি।”
একুশে সংবাদ/কি.প্র/এ.জে