গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান সামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া। মিছিলে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ বলেন, “অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক একজন সৎ, পরিচ্ছন্ন, শিক্ষিত ও যোগ্য রাজনৈতিক নেতা। তার বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার বিএনপি পরিবার কখনো মেনে নেবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাই।”
সম্প্রতি মিজানুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম রফিক রাজনৈতিকভাবে ডা. সাদিককে হেয় ও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ভিত্তিহীন তথ্য প্রচার করে জেলা বিএনপির নেতাকর্মীদের বিভক্ত করার অপপ্রচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেন নেতারা। তাদের দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
তারা আরও বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্যই স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে