AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে জমি-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, বহুজন আহত



গৌরীপুরে জমি-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, বহুজন আহত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাঊষা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ আগস্ট ২০২৫ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে ফেরদৌস মিয়া ও হিমেল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

ফেরদৌস মিয়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন, প্রতিপক্ষ আর্শেদ আলী, সাহেদ মিয়া, তুহিন মিয়া, শাহিন মিয়া, মতি মিয়া, নাহিমা, কাইয়ুম ও ফাতেমা সহ কয়েকজন তার বাড়ির উঠানে প্রবেশ করে হামলা চালায়। এতে তার চাচাতো ভাই জজ মিয়া (২৬), ফুফু মিনা (৪০), ভাই আছম (৪০) ও মা রাহেলা (৬২) গুরুতর আহত হন। আহতদের প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, হিমেল মিয়া নামের পক্ষও থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, ফেরদৌস মিয়া ও তার সহযোগীরা তার দুই চাচা আরসাদ আলী (৪৫) ও সাহেদ মিয়াকে গাছ রোপণের সময় হামলা চালিয়ে আহত করেছেন। এ সময় হিমেলের দুই চাচি নাছিমা (৪০), ফাতেমা (৪২) ও চাচা মতি মিয়া (৫৮) গুরুতর আহত হন। এছাড়া তার বসতঘরে ভাঙচুর চালিয়ে নগদ এক লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।

উভয় পক্ষই অভিযোগ করেছে যে, প্রতিপক্ষ সুযোগ পেলে হত্যা ও মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়েছে।

গৌরীপুর থানা সূত্রে জানা গেছে, উভয় পক্ষের লিখিত অভিযোগ তারা পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!