মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধ ড্রেজার ব্যবহার ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত কুমারভোগ ইউনিয়নের খড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ (৪)গ ধারা অনুযায়ী এস. এম. মাহমুদ হাসানকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মো. মিজান, হাসিবুল হাসান, সালাম ও আবিরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ ড্রেজার ব্যবহার ও অনুমোদনবিহীনভাবে জমির শ্রেণি পরিবর্তন রোধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে