সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ভোলাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিলের পর সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, নবগঠিত ওয়ার্ড কমিটিতে প্রকৃত ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের জায়গা দেওয়া হয়েছে। তাঁরা এই কমিটিকে “পকেট কমিটি” আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানান।
এছাড়া ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনেও বড় ধরনের অনিয়ম হয়েছে। আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা নিজেদের অনুগত লোক দিয়ে পুরো কমিটি সাজিয়েছেন। বক্তারা জানান, যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্ত একজন ছিলেন ২০১৮ সালের কুখ্যাত ‘মালাবদল নেতা’, যার কারণে প্রকৃত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।
সভায় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ তাহের মিয়া, ৩ নং ওয়ার্ড বর্তমান কমিটির সদস্য মোঃ নোয়াব আলী, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ইদ্রিস আলী, ১ নং ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বকুল মিয়া ও অন্যান্য নেতা-কর্মীরা।
পরিশেষে বক্তারা অনৈতিক ও পক্ষপাতমূলক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে