AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল, অভিযুক্ত আটক



আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল, অভিযুক্ত আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের ভিডিও ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে।

আটককৃত যুবকের নাম সাবিদ হোসেন (২০)। তিনি উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের মনিরুল ইসলাম দর্পনের ছেলে। সাবিদ স্থানীয় সফর উদ্দিন কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পুলিশ সাবিদ হোসেনকে আটক করে। তবে অস্ত্রটি উদ্ধার করা যায়নি।

ওসি আরও জানান, সাবিদের প্রাথমিক জবানবন্দি অনুযায়ী ভিডিওতে দেখা অস্ত্রটি তার নয়। ঢাকা থেকে আসা দুই বন্ধুর অস্ত্রটি সে কৌতূহলবশত হাতে নেয় এবং তার এক বন্ধু ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

তিনি বলেন, সাবিদের তথ্যমতে ওই দুই বন্ধুকে শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের আটক করা সম্ভব হলে অস্ত্রটিও উদ্ধার করা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনপ্রিয় হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান আড়াইহাজার থানার ওসি।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!