মুকসুদপুরের ৮ নং মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হলো এক জমজমাট কাবাডি খেলা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় দুটি জনপ্রিয় দল: লোহাচুড়া নতুন বাজার ব্যবসায়ী একাদশ বনাম লোহাচুড়া মোল্লাপাড়া একাদশ।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দর্শকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। মাঠে উপস্থিত দর্শকরা উৎসাহের সঙ্গে খেলোয়াড়দের সমর্থন জুগিয়েছেন। তবে শুরুতেই এগিয়ে যায় মোল্লাপাড়া একাদশ। একের পর এক দক্ষ রেইডে তারা প্রতিপক্ষকে চাপে ফেলে। নতুন বাজার ব্যবসায়ী একাদশ চেষ্টা করলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার এড়াতে পারেনি।
শেষ বাঁশি বাজার সময় ফলাফল দাঁড়ায়: মোল্লাপাড়া একাদশ ৪ – নতুন বাজার ব্যবসায়ী একাদশ ০।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এসময় বক্তারা বলেন, গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র বিনোদন নয়, বরং তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।
মাদ্রাসা মাঠে এমন প্রাণবন্ত আয়োজন দেখতে পেয়ে দর্শক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে কাবাডি খেলার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে