বোয়ালখালীতে লায়লা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চরখিজিরপুর এলাকা থেকে গ্রীলের সঙ্গে গলায় উড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত লায়লা বেগম চরখিজিরপুর এলাকার মোবারক আলী প্রকাশ মইজজর বাড়ির শফি রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ মহিলা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে তার ছোট মেয়ে ও ভাইপুতকে নিয়ে স্কুলে যায়। পরে ঘরের জানালার গ্রীলের সঙ্গে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৃদ্ধ মহিলা মানসিক রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে