AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদায় নিলেন মোরেলগঞ্জে জনবান্ধব এসিল্যান্ড বদরুদ্দোজা টিপু



বিদায় নিলেন মোরেলগঞ্জে জনবান্ধব এসিল্যান্ড বদরুদ্দোজা টিপু

বাংলাদেশের দক্ষিনাঞ্চলের উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা টিপু বদলি হয়েছেন। এক কালের ছোট কলকাতা হিসেবে পরিচিত ১৬৫ বছর অতিবাহিত নীল কুঠিরের কুঠিবাড়ি ও রবার্ট মোরেলের নামকরণে ১৯৮২ সালের ৭ নভেম্বর গঠিত এই উপজেলার ৪৩৭ বর্গমাইল এলাকায় তিনি দায়িত্ব পালন করেন। তার বিদায়ে সাধারণ মানুষ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া—একদিকে কৃতজ্ঞতা, অন্যদিকে ভালোবাসা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করা ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালের ২১ এপ্রিল মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

যোগদানের পর থেকেই ভূমি সেবায় নতুন গতি আসে। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোতে ই-নামজারী সেবার মান বৃদ্ধি, শৃঙ্খলা ও জনবান্ধব পরিবেশ গড়ে তোলেন বদরুদ্দোজা টিপু। এসিল্যান্ডের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেছেন। এছাড়াও উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, দায়িত্বকালীন সময়ে উপজেলায় ১৪,৩২৮টি নামজারি আবেদন জমা পড়ে, যার মধ্যে ১৩,৫২২টি নিষ্পত্তি করেছেন সততা ও পেশাদারিত্বের সঙ্গে। বর্তমানে ৮০০টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিংসহ বিভিন্ন অনিয়ম রোধে ৬০টিরও বেশি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিদায়ী এ কর্মকর্তাকে উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব ও ভূমি অফিস থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, থানা অফিসার ইনচার্জ মতলেবুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা।

এসিল্যান্ড বদরুদ্দোজা টিপু মোরেলগঞ্জ ভূমি অফিসকে দালালমুক্ত করে, জমিসংক্রান্ত সব ধরনের সেবাগ্রহীতার অধিকার নিশ্চিত করেন এবং সবার কাছে ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে গড়ে তোলেন। দায়িত্বকালীন সময়ে রেকর্ড পরিমাণ ভূমির নামজারি সম্পন্ন হয়।

স্থানীয় কয়েকজন ভূমি সেবা গ্রহীতার দাবি, তিনি বাদী-বিবাদীর উভয় পক্ষের বক্তব্য শুনে দ্রুত সুষ্ঠু সমাধান করতেন। এছাড়াও দাপ্তরিক কাজ ছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও ভূমিহীনদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

বিদায়ী এসিল্যান্ড বদরুদ্দোজা টিপু বলেন, “মোরেলগঞ্জে যোগদানের পর থেকে চেষ্টা করেছি মানুষ যাতে সহজে কোনো প্রকার হয়রানী ছাড়াই ভূমি সেবা পায়। হয়তো সবসময় প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারিনি, কিন্তু নিজের তরফ থেকে কোনো গাফিলতি করিনি। মোরেলগঞ্জবাসী বিবেচনা করবে, তাদের জন্য কিছু করতে পেরেছি কিনা। তাদের নিকট আমি চির কৃতজ্ঞ। আমি সবসময় এই উপজেলার উত্তরোত্তর সাফল্য কামনা করি। এসিল্যান্ড হিসেবে কাজ করতে গিয়ে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

 


একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!