খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় পুলিশ সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে ফেনী জেলার ছাগলনাইয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত সাইফুল ইসলাম উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা, ছাগলনাইয়া এলাকার স্থানীয় মোঃ শাহাবুদ্দিনের ছেলে। নিহতদের মধ্যে রাহেনা খাতুন তার ফুফু ও আমেনা খাতুন তার দাদি ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, আসামী সাইফুল ২১ আগস্ট দাদীর বাড়িতে এসে টাকা চায়। টাকা দিতে অক্ষমতা প্রকাশ করলে সে ক্ষুব্ধ হয়ে রাতে খাবারও না খেয়ে হত্যার পরিকল্পনা তৈরি করে। রাতেই দাদি ও ফুফু নিজেদের ঘরে ঘুমিয়ে পড়লে সাইফুল রামগড় উপজেলার ৭নং ওয়ার্ড পূর্ব বাগানটিলার বাসিন্দা রাহেনা খাতুন (৪০) এবং আমেনা খাতুন (৮৮) কে ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে হত্যা করে।
দীর্ঘ এক সপ্তাহের তদন্ত শেষে পুলিশ এই নৃশংস হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্পত্তির লোভে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, রামগড় সার্কেল, রামগড় থানার অফিসার ইনচার্জ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/খা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

