দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।
প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর দুপুর ১টার দিকে তারা সড়ক খুলে দেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচি নেওয়ার কারণ বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ। অবরোধের কারণে ঢাকা-রাজশাহী মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, “শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলেও পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে