রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারেস আলী (৪৫)। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ওয়ারেস আলী নিজের নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হন। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, “পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অবস্থা মোটামুটি ভালো।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

