নওগাঁয় অটোরিকশা চালক ভজন দেবনাথ সজল হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন। রায়ে দণ্ডিতরা হলেন নওগাঁ সদর উপজেলার শুকুর আলীর দুই ছেলে জুয়েল ও জাহের আলী, আরজী নওগাঁ উত্তরপাড়া এলাকার সুরুজ মিয়া, শহরের চকপ্রসাদ এলাকার রতন মন্ডল, উত্তরপাড়া পবা মসজিদ এলাকার সাইফুল ইসলাম ও বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার আব্দুর রশিদ। আসামিদের মধ্যে জাহের আলী পলাতক রয়েছেন।
জানা যায়, ভজন দেবনাথ সজল ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হলে আর ফেরেননি। পরের দিন সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে কচুরি পানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভূপেনন্দ্রাথ দেবনাথ বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ দিনের বিচারিক প্রক্রিয়ার পর আদালত আজ রায় প্রদান করেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মনছুর আলী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে