মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুখ্যাত মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী আল আমিনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরতলীর সিন্দুরখার রোড থেকে আল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়: ১টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি ইলেকট্রিক শট ডিভাইস, ইয়াবা কারবারে ব্যবহৃত একটি জিক্সার মোটরসাইকেল, ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১৫,০০০ টাকা ।
গ্রেফতারকৃত আল আমিন শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেলওয়ে কলোনীর বাসিন্দা, মোঃ ফুল মিয়া ও সাহিদা বেগমের ছেলে।
শ্রীমঙ্গল থানার এসআই মোঃ মহিবুর রহমান জানান, আল আমিন ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে একটি মামলায় ৫ বছরের সাজা রয়েছে। পুলিশের তদন্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে