AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১



কোটচাঁদপুরে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

কোটচাঁদপুর থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ মহিনুর বিশ্বাস (খোকন) (৪২) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে সলেমানপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছিল জেলা গোয়েন্দা শাখার পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পৌরসভাধীন সলেমানপুর গ্রামে মহিনুর বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই বাড়ির উঠান থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ইয়ামাহা কোম্পানির জলপাই রঙের পুরনো MT-15 ও সুজুকি কোম্পানির নীল রঙের পুরনো GIXXER মোটরসাইকেল। যার রেজিস্ট্রেশন নম্বর ঝিনাইদহ-১২-০৭২১।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিতুর রহমান বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় মামলা করেন। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি মহিনুর বিশ্বাসকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। খোকন কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের মৃত মেহের বিশ্বাসের ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “মামলায় ২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন আটক আছেন, অন্যজন পলাতক রয়েছে। এ সময় ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।”

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!