চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্ধ। উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএনও সজীব কান্তি রুদ্ধ বলেন, “মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে