ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির পঞ্চদশ সম্মেলনে সভাপতি পদে পুনরায় প্রভাত সমির শাহজাহান আলম এবং সাধারণ সম্পাদক পদে মোর্তুজা আলম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকালে পৌর অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
“ঘুষ, দুর্নীতি, লুটপাট বিরোধী জোরদার সংগ্রামে গড়ে তুলি শোষণ-ভিত্তিহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র” এই স্লোগানকে সামনে রেখে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির জেলা সভাপতি ইয়াকুব আলী।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি প্রভাত সমির শাহজাহান আলম। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা, সহকারী সাধারণ সম্পাদক মেহেদী লেলিন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আবু সালেহ মো. সিহাব, রাণীশংকৈল সিপিবি’র সাবেক সভাপতি আব্দুল কদ্দুস, হরিপুর সিপিবি’র সহ সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নিউটন, আমিনুল এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সম্মেলনের সমাপ্তিতে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে