কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, জেলা বিএনপির কাউন্সিল আয়োজনের প্রাথমিক তারিখ ছিল ৬ সেপ্টেম্বর। তবে ওইদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে বিধায় তারিখ পরিবর্তন করে ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলটি অনুষ্ঠিত হবে শহরের পুরাতন স্টেডিয়ামে।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনের মধ্য দিয়ে জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তারা আশা প্রকাশ করেন, কাউন্সিলকে ঘিরে দলের সকল স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
প্রস্তুতি সভায় জেলা বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে