AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে বৃক্ষরোপণ অভিযান,ভিডিপি এডভান্স কোর্স সমাপনী ও নির্বাচনী মহড়া সফলভাবে সম্পন্ন



বরিশালে বৃক্ষরোপণ অভিযান,ভিডিপি এডভান্স কোর্স সমাপনী ও নির্বাচনী মহড়া সফলভাবে সম্পন্ন

সুশৃঙ্খল ও প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ আনসার ভিডিপির প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জ কমান্ডার। তিনি বলেন, “ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করে আত্মনির্ভরশীল হতে হবে।

‎বৃক্ষরোপন অভিযান ২০২৫ উপলক্ষ্যে সোমবার(২৫ আগষ্ট)দুপুর ১২ টায় বরিশাল জেলা আনসার ভিডিপির আয়োজনে কাশিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বৃক্ষরোপন অভিযানে রামবুটান গাছের চারা রোপন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।

‎তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং যত্ন নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত হবে।

‎বৃক্ষরোপন অভিযান র‌্যালি ও চারা রোপনকালীন সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি বিএএম। বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, রাবেয়া সুলতানা নাজমা, সার্কেল অ্যাডজুটেন্ট সদর উপজেলা বরিশাল এবং আরো বিভিন্ন উপজেলা থেকে আগত সার্কেল অ্যাডজুটেন্টগণ এবং অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ মামুনুর রশিদ এবং সহকারী শিক্ষক শিক্ষিকাসহ আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার,পিসি, এপিসি,দলনেতা/দলনেত্রীসহ ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ১৫০ টি ফলজ, বনজ, ঐষধি গাছের চারা রোপন করা হয়।

‎বৃক্ষরোপন অভিযান শেষে বরিশাল জেলা আনসার ভিডিপি কার্যালয় হল রুমে ভিডিপি এডভান্স কোর্স (১ম ধাপ) সমাপনী অনুষ্টানে বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে দক্ষজনশক্তি তৈরি করছেন। আত্নকর্মসংস্থানের সুযোগ সৃস্টি করে দিচ্ছেন, উদ্দ্যোগতা তৈরিতে সকল প্রকার সহযোগিতার করে থাকেন এই বাহিনী। তিনি আরো বলেন, আগামি জাতিয় সংসদ নির্বাচন ভিডিপি সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বর সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

‎বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে চলমান ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী ডিউটির প্রাকপ্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় অনুশীলন সম্পৃক্ত করা হয়েছে। এ প্রশিক্ষণের আওতায় বাহিনীর সদস্যদের নির্বাচনে করণীয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, ভোটারদের ভোটদানে সহযোগিতা করা, ব্যালট পেপার এবং ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েকটি বিষয়ে হাতে কলমে মহড়া প্রদান করেন জেলা কমান্ড্যান্ট ।

‎উক্ত কোর্সে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান ক্যাটাগরিতে ক্রেস্ট ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি  বিএএম, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, রাবেয়া সুলতানা নাজমা, সার্কেল অ্যাডজুটেন্ট সদর উপজেলা বরিশাল এবং আরো বিভিন্ন উপজেলা থেকে আগত সার্কেল অ্যাডজুটেন্টগণ, উপজেলা প্রশিক্ষকসহ উক্ত কোর্সের ৮০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সমাপনী প্রীতিভোজের আয়োজন করা হয়।

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!