চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক পারিবারিক দ্বন্দ্বে পুত্র নিহত এবং পিতা আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার সময় আলোকদিয়া ও ভালাইপুরের মধ্যবর্তী একটি মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিরাজ (২০) এবং আহত পিতা তৈয়ব (৪০)। তৈয়বকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মিরাজ এবং তার পিতা তৈয়বের সঙ্গে আপন ভাতিজা বাবু (৪৩) ও ভাগ্নে রাজু (৩২) প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
ঘটনার সময় মিরাজ ও তার পিতা পোলের মাঠে পাট শুকাচ্ছিলেন। তখন বাবু ও রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মিরাজ ঘটনাস্থলেই নিহত হন, আর তার পিতা মারাত্মকভাবে আহত হন।
আলোকদিয়া ওয়ার্ডের সদস্য আল হেলাল জানান, শরিকের জমি নিয়ে দুই মাস ধরে বিরোধ চলছিল। বাবু এবং তৈয়ব আপন চাচাতো ভাই, এবং রাজু তৈয়বের ভাগ্নে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাসের জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে