যশোরের অভয়নগর উপজেলায় পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে সোমবার (২৫ আগস্ট) নওয়াপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এমদাদুল হক এবং পরিদর্শক মোঃ জিহাদ হোসেন।
উপজেলার আলীপুর এলাকায় সঠিক নিয়ম না মেনে কয়লার ড্যাম্প পরিচালনার কারণে পরিবেশ দুষণের দায়ে নওয়াপাড়ার আই আর এস ইন্টারন্যাশনাল-কে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাদের মজুদকৃত কয়লা অক্টোবর মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নওয়াপাড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকের বর্জ্য অব্যবস্থাপনার দায়ে জরিমানা করা হয়েছে: আল-মদিনা ক্লিনিক: ৫,০০০ টাকা, হামিদ মেমোরিয়াল (প্রা:) হাসপাতাল: ১০,০০০ টাকা, ফাতেমা হাসপাতাল: ৫,০০০ টাকা, সার্জিক্যাল ক্লিনিক: ৫,০০০ টাকা, আরোগ্য সদন (প্রা.) হাসপাতাল: ৫,০০০ টাকা ।
পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মমতাজ বেগম জানান, অভয়নগর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী মাসেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে