কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মো. আকরাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাজুপাড়া গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।
ঘটনা ঘটেছে রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে। পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় আকরাম হঠাৎ জেগে উঠে পরিবারের সদস্যদের জানান, তাকে অজানা কিছু কামড়ে দিয়েছে। পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। প্রাথমিক পর্যবেক্ষণে কবিরাজ জানান, রোগীকে তিনি চিকিৎসা দিতে পারবেন না এবং দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
রাত ১টার দিকে গুরুতর অবস্থায় আকরামকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. নুরুন্নাহার ঘটনাটি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

