নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডিতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিনকে নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রত্যুষ কুমার মজুমদার গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।
মোহাম্মদ জসীম উদ্দিন ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির সভাপতি হন সিআইডিতে বদলি হওয়া নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
একুশে সংবাদ/না.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
