AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে শেরপুরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত



বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে শেরপুরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

রক্তদানের কার্যক্রম স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির শেরপুর জেলা শাখার উদ্যোগে ৩৪১তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ উম্মে সালমা বিদ্যানিকেতন প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত আয়োজিত এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পেইনটির মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের গুরুত্ব এবং রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।

ক্যাম্পেইন সম্পর্কে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মুরাদ জানান, এটি একটি মহৎ উদ্যোগ। ব্লাড গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। এর মাধ্যমে শুধু নিজের জন্যই নয়, বরং অন্যের জীবন বাঁচাতে বিশেষ করে সড়ক দুর্ঘটনার মতো জরুরি মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বন্ধুমহল সংগঠনটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকেই আমাদের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার বা কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারব।”

ক্যাম্পেইনটিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির প্রধান শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক নাজমুল হাসান শান্ত, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মোঃ রবিউল ইসলাম ইমন, বিভাগীয় সহ-সমন্বয়ক নুসরাত জাহান অনন্যা, বিভাগীয় অর্থ বিষয়ক সমন্বয়ক ইয়াসিন আরাফাত, বিভাগীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক লিজু মাহমুদ, বিভাগীয় ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক বরকত উল্লাহ, বিভাগীয় শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক ফুরাত হাসান, শেরপুর জেলা সমন্বয়ক ফরিদ উদ্দিন এবং শেরপুর জেলা শাখার দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। স্কুলের সকল শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় সমাজের তরুণরাও ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখান, যারা সমাজে রক্তদান সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ক্যাম্পেইনের শেষে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এর সদস্যরা জানান, তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাবেন যাতে রক্তদান ও সঠিক রক্তের গ্রুপ সম্পর্কে মানুষ আরও সচেতন হয়।

তারা আরও জানান, “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এই কার্যক্রমের মাধ্যমে সমাজে রক্তদানের সচেতনতা তৈরি করার পাশাপাশি মানুষের জীবন রক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!