ময়মনসিংহ সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ৩১নং ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া স্কুলঘর বাজার থেকে কাচারি ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল দশায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বাজারের কৃষকরাও কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
চর ঈশ্বরদিয়ার বাসিন্দা আব্দুল কাদের বলেন, “আমরা বছরের পর বছর ধরে এই সড়কের উন্নয়নের দাবি জানাচ্ছি। বর্ষাকালে এ সড়কে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথচ এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক।”
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের নানা প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সংস্কার কাজ হয়নি। এ বিষয়ে চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি তাদের জানা আছে এবং দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা হলে হাজারো মানুষের ভোগান্তি লাঘব হবে এবং স্থানীয় অর্থনীতিও সচল হবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে