জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ইমান মুনদিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ি পশ্চিম নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমান মুনদিল ওই এলাকার সাকিলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির উঠানে খেলা করছিল ইমান। খেলার একপর্যায়ে পরিবারের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এক পর্যায়ে পুকুরে ভেসে উঠা অবস্থায় তাকে মৃত দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
জোড়খালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. আমিনুল ইসলাম তরফদার বলেন, “পরিবারের অগোচরে শিশুটি পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে