কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করার সময় মেশিনে ওড়না পেঁচিয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়ীয়া জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী দেবনাথ উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। তিনি দুই বছর ধরে জামতলা বাজারের জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের এক পর্যায়ে সাথীর ওড়না হঠাৎ মেশিনে পেঁচিয়ে যায়। এ সময় তার বাম হাত মেশিনের ভেতরে ঢুকে গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়। সহকর্মীরা দ্রুত মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিসান অয়েল মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। সাথীর স্বামী দুই বছর আগে মারা গিয়েছিলেন। তার অনুরোধে আমি তাকে কাজ দিয়েছিলাম। এমন দুর্ঘটনা আগে ঘটেনি। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারের পাশে থাকার চেষ্টা করব।”
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে