নড়াইলের লোহাগড়া উপজেলায় খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম সুমন মোল্যা (১৫)। তিনি উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে এবং পেশায় অটোভ্যান চালক ছিলেন।
রোববার (২৪ আগস্ট) বিকেলে লোহাগড়ার কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অটোভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয় সুমন। ওই রাতে সে রাজাপুর এলাকার সজিব নামে একজনকে ফোন করলেও সঠিকভাবে কথা বলতে পারেনি। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে শুক্রবার (২২ আগস্ট) পরিবার লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ওইদিনই সুমনের অটোভ্যানটি গোপালগঞ্জের কাশিয়ানিতে উদ্ধার হয়।
নিখোঁজের দুইদিন পর রোববার বিকেলে কামঠানা বেড়িবাঁধ এলাকায় বেলায়েত নামে এক ব্যক্তি তার হারানো পাটের জাগ খুঁজতে গিয়ে খালে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সন্ধ্যায় স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
ওসি শরিফুল ইসলাম জানান, নিহত সুমন মোল্যা লাহুড়িয়ার ডহরপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোভ্যান চালক। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে