AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:৪৮ পিএম, ২৪ আগস্ট, ২০২৫

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

রোববার দুপুর ১২টার পর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সজীব খান প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের নিচতলায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় এবং স্ব স্ব হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা ছিল। তবে সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করা যায়নি। পরে দুপুর সোয়া ১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার হলে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সেতাউর রহমান বলেন, “শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এখন পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। সুষ্ঠুভাবেই কার্যক্রম সম্পন্ন হচ্ছে।”

তিনি আরও জানান, শিক্ষক ও ছাত্রসংগঠনগুলোর বিভিন্ন দাবি নিয়ে রোববার বিকেলে সিনেট ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!