চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে সদর উপজেলার আকন্দদবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, অভিযানে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কামরুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নকল সন্দেহে ৮ বস্তা বাংলা টিএসপি সার জব্দ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে