দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রোববার (২৪ আগস্ট) অর্ধদিবসব্যাপী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুরের রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়।
সংগঠনটি জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস. এম. আসলামকে মিথ্যা অভিযোগে আটক করার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এসময় তার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সকল তেলের ডিপোতে অর্ধদিবসব্যাপী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পার্বতীপুরের রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত থেকে প্রতিবাদে অংশগ্রহণ করেন। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে—“শ্রমিক নেতাকে মিথ্যা মামলায় আটক করে শ্রমিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এস. এম. আসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
একুশে সংবাদ/দি.প্র/এ.জে